1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম

জেলেদের ১১ বস্তা চাল উদ্ধার লালমোহন থেকে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহন উপজেলায় সরকার প্রদত্ত জেলেদের জন্য বরাদ্দকৃত ১১ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারে বিক্রির প্রস্তুতির অভিযোগে উদ্ধার করেছে প্রশাসন।

১০ এপ্রিল বৃহস্পতিবার, ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া এলাকার মোসলেহ উদ্দিনের বসতঘরে চালগুলো গোপনে মজুদ করা হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ধলীগৌরনগর ইউনিয়ন প্রশাসক ও লালমোহন উপজেলা আইসিটি অফিসার মোঃ রবিউল আলম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করে আসামী করা হয়েছে মোসলেহ উদ্দিন (৫০) এবং তার ছেলে মোঃ শাকিল (২৬)। এছাড়া অজ্ঞাতনামা আরও ২ থেকে ৪ জনকে আসামী করা হয়েছে।

লালমোহন থানায় মামলাটি রুজু করা হয়েছে মামলা নং-১৫, তারিখ- ১০ এপ্রিল ২০২৫, ধারা- ২৫(১), The Special Powers Act, 1974 অনুযায়ী।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, “সরকারের বরাদ্দকৃত চালগুলো সাধারণ জেলেদের মাঝে বিতরণের জন্য ছিল। এগুলো গোপনে রেখে বিক্রির চেষ্টা করা চরম অনৈতিক এবং আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।”

ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ