মনপুরা প্রতিনিধিঃ
মনপুরা থানা জামে মসজিদে “রিপোর্টার্স ক্লাব মনপুরা” উদ্যোগে বিকাল সাড়ে ৫টায় ফিলিস্তিনের উপর বর্বরোচিত নিয়ে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানের জন্য দোয়া ও মুনাজাত করে শহিদদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা থানা পুলিশের বেশ কয়েকজন স্টাফ ও উপস্থিত মুসুল্লিগণ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক সাংবাদিক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন সদস্য সচিব কামরুল হোসেন সুমন, যুগ্ম সদস্য সচিব গফুরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পরিশেষে মনপুরা থানা জামে মসজিদের ইমাম দোয়াও মোনাজাত পরিচালনা করেন ।