স্টাফ রিপোর্টারঃ
সারাদেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭শ’ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬শ’ ৭৮ জন ও দাখিলে ৭ হাজার ৭শ’ ৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২শ’ ৭৭ জন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে জেলার ৪৯টি পরীক্ষাকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। এ বছর মাধ্যমিকে কেন্দ্র ২৬টি, দাখিলে কেন্দ্র ১৫টি ও ভোকেশনালে কেন্দ্র ৮টি রাখা হয়েছে।
সূত্র জানায়, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। গত বছর যেখানে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এবারের সেই সংখ্যা থেকে ২ হাজার ২শ’ ৮০ জন বেশী শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এ বছর এসএসসিতে বেড়েছে ৬শ’ ৮২ জন, দাখিলে বেড়েছে ১৩ হাজার ৩৬ জন এবং ভোকেশনালে বেড়েছে ২শ’ ৬৬ জন। ৩ বিভাগেই প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে।
ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে।