দৌলতখান প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার দৌলতখানে হাফিজ ইব্রাহিম ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে হাফিজ ইব্রাহিম ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজি বাড়ির মোড় হাফিজ ইব্রাহিম ঐক্য পরিষদ ক্লাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে হাঁসি ফুটেছে অসহায় পরিবারে।
এসময় উপস্থিত ছিলেন হাফিজ ইব্রাহিম ঐক্য পরিষদের উপদেষ্টা গোলাম হোসেন হাজি, চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলম, হাফিজ ইব্রাহিম ঐক্য পরিষদের সভাপতি জাকির হোসেন হাজি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাজি, যুগ্ম- সম্পাদক আনোয়ার হাজি, দপ্তর সম্পাদক মঞ্জুর হাজি, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন সহ ক্লাবের সদস্যবৃন্দ।