1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় খামারিদের বাজার সংযোগ বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত লালমোহনে মাছের পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে মৎস্যজীবীদের প্রশিক্ষণ ভোলায় দেরিতে আসা চিকিৎসককে ছাত্র-জনতার অভিনব শ্লোগানে প্রতিবাদ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-স্মারকলিপি প্রদান তজুমদ্দিনের শম্ভুপুর ওলামা দলের সভাপতির উপর হামলা বোরহানউদ্দিনে ১শ’ ৫৬ প্রাথমিক বিদ্যালয়ে ১ ঘণ্টা কর্মবিরতি ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ভোলায় অটোরিকশার চাপায় প্রান গেলো দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর ২০১৮ সালের প্রাথমিক সহকারী শিক্ষক শূন্য পদে বঞ্চিতদের নিয়োগের দাবি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমান

নিষিদ্ধ ৪ বেহুন্দি ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশ কাল রবিবার, ৯ মার্চ, ২০২৫

মনপুরা প্রতিনিধিঃ

মনপুরায় মেঘনায় পুলিশ ও মৎস্য অফিসের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই সময় নিষিদ্ধ ৪ টি বেহুন্দি জাল ও নিষিদ্ধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার পশ্চিম পাশের মেঘনার বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করে এই নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপজেলার হাজিরহাট ঘাটের দক্ষিণ পাশে নদীর তীরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, মার্চ ও এপ্রিল মেঘনা নদীর পশ্চিম পাশে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই সময় মাছ ধরা, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, উপজেলার পশ্চিম পাশের মেঘনায় দুই মাস সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে সরকার, তাই সরকারের নির্দেশ মেনে মেঘনায় পুলিশি অভিযান চলছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, মেঘনায় যৌথ অভিযানে নিষিদ্ধ বেহুন্দি ও কারেন্ট জাল জব্দকরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মেঘনায় দুই মাস অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ