স্টাফ রিপোর্টারঃ
ভোলা সদর উপজেলায় ব্যটারী চালিত অটোরিকশার চাপায় প্রান গেলো রিদামনি (৯) নামের এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর।
বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যংকের হাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিদামনি ওই ইউনিয়নের চর রমেশ গ্রামের দিদার মিয়ার মেয়ে। এবং ব্যংকের হাট প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের নানা কামাল হোসেন জানান, প্রতিদিনের মত সকালে স্কুলে আসেন রিদামনি। এরপর সাড়ে ১১টার স্কুল ছুটি হলে বাড়ির উদ্দেশ্য যাওয়ার জন্য বের হলে পথিমধ্যে একটি ব্যটারী চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।