তজুমদ্দিন প্রতিনিধিঃ
তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ আবুল কাশেমকে জমি জমার বিরোধে মারপিট ও কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের ১নং ওয়ার্ডে সেকান্দর মিজি ও শরীফ মিজির নেতৃত্বে এই হামলা করার অভিযোগ পাওয়া যায়। পরে আবুল কাশেমকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি আবুল কাশেম ও তার ভাই ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি সেলামত মিজির সাথে জমিজমার বিরোধ চলছিল। মঙ্গলবার আবুল কাশেম এর জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নেয়া ও টয়লেট ভেঙে দেয়ার সময় বাঁধা দিলে মোঃ ভুট্টো, শরীফ, মোফাজ্জল, মুন্নী ও সেলামত লাঠিসোঁটা, দা-বটি নিয়ে মাওঃ কাশেম এর উপর হামলা চালায়। মাওঃ কাশেম সহোদর ভাইয়ের বিরুদ্ধে আরো অভিযোগ করে বলেন সেলামত মিজি আওয়ামী ক্ষমতার দাপট দেখিয়ে আরো তিন বার মারপিট করে আমাকে ৩ টি মামলার আসামি করেছে। জমি জোড় করে দখলে নিয়েছে। কোথাও বিচার পাইনি।
অভিযোগ অস্বীকার করে সেলামত মিজির স্ত্রী বলেন, আমদের জায়গা থেকে আমরা মাটি নিয়েছি। তাদের দা-য়ের আঘাতে তারা আহত হয়েছে। তজুমদ্দিন থানার এসআই মহিউদ্দিন জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মাটি কাটার চিহ্ন পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।