বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় বোরহানউদ্দিন উপজেলার ১৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একযোগে পালিত হয়েছে ১ ঘণ্টা কর্মবিরতি। বুধবার সকালে ও এ কর্মসূচী পালিত হয়েছে। উল্লেখ্য গত ৫ মে থেকে শুরু হওয়া এ কর্মসূচি ১৫ মে পর্যন্ত চলবে।
প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচীতে এর পর ১৬ মে থেকে ২০ মে ২ ঘন্টা,২১ মে থেকে ২৫ মে অর্ধদিবস ২৬ মে থেকে ধীরে ধীরে এ কর্মসূচি পূর্ণ দিবস কর্মবিরতি তে রুপ নিবে। অবিলম্বে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের দৃষ্টি কামনা করেন। তিনদফা দাবিগুলো হলো সহকারী শিক্ষক পদকে এন্টি পদ ধরে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান।