1. admin@news.bholarnews.com : admin :
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

লালমোহনে মাহফিল শুনতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশ কাল রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদ্রাসার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়। আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদ্রাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন।

এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই। জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ পদবীতে ছিলেন। ফাহিম মাদ্রাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন। তবে ছাত্রলীগের রাজনীতিতে থাকা অবস্থায় ফাহিম কখনো অনৈতিক কর্মকা- ও সহিংসতার সাথে জড়িত ছিলেন না।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ বলছে, ৫ আগস্ট গণঅভ্যূত্থানের পরে জুলাই আন্দোলনে হত্যাকা- ও সহিংসতা সংক্রান্ত মামলায় ভোলা-৩ আসনের সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনকে প্রধান আসামী করে আওয়ামী লীগ-ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীসহ মোট ৫৫ জনের নাম উল্লেখ এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসায় ছাত্রলীগের সাথেও জড়িত ছিলেন। তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ