বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব, অমর একুশে বই মেলা এবং তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্য উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা শহিদ মিনার চত্ত্বরে পিঠা উৎসব এবং তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান। পরে তিনি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদি হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাকসুদুর রহমান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমানসহ উপজেলার অন্যান্য দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভুয়সী প্রশংসা করেন আগত অতিথিরা। তারা বলেন অতীতে আমরা উপজেলায় বিগত বছরগুলোতে এইরকম প্রোগ্রাম দেখিনি। অনুষ্ঠানের বিভিন্ন ষ্টল পরিদর্শন করে দেখা যায়, রাষ্ট্রভাষা কে বাংলা ভাষা করতে, একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহিদগন যে অবদান রেখেছেন তাকে অম্লান রাখতে এবং ২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রজন্মকে নতুন বাংলাদেশে যথাযথভাবে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতেল বিভিন্ন ষ্টল তৈরী করা হয়েছে।