মোঃ হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ভোলার দৌলতখানে সুবিধাবঞ্চিত ১৭ জন নারীদের মাঝে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে অফ পেভমেন্ট প্রকল্পের অর্থ বিতরন করা হয়। বুধবার সকাল ১১টার সময় এলজিইডি অফিসে এই অর্থ বিতরন করা হয়। দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক প্রকল্পের কর্মরত নারীদের হাতে তাদের এই অর্থ বুঝিয়ে দেন। ফজলুল হক জানান এই প্রকল্পে সমাজের অবহেলিত নারীরা কাজ করতেছে এবং তারা এই কাজের মাধ্যমে নিজেরা সাবলম্বী হচ্ছে। তিনি আরও জানান সরকার যদি এই ধরনের প্রকল্পের আওতায় আরও কিছু নারীদের কাজ করার সুযোগ দিত তাহলে আরও অনেক নারীরা সাবলম্বী হতো।
এদিকে প্রকল্পের মে মাসের বেতন ৬২০০ টাকা হাতে পেয়ে খুশি কুলসুম বেগম।তিনি বলেন মে মাসের বেতন ঈদের আগে পাওয়ার কারনে এবারের ঈদটা তার ভালো যাবে।একই রকম মনিরা বেগম, জোছনা, শাহিনা ও কহিনূরেরা টাকা হাতে পেয়ে বেশ খুশি। প্রতিমাসে প্রকল্পের বাকি ৩০০ টাকা হারে সঞ্চয় করে একসাথে প্রকল্পের শেষে বিতরন করা হবে বলে জানিয়েছেন এলজিইডি কর্মকর্তা।