1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

ভোলা পৌরসভায় ‘‘ক্লিনিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ১৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ‘ক্লিনিং ক্যাম্পেইন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে ভোলা সদর পৌরসভার ৫ ও ৬নম্বর ওয়ার্ডে। সোমবার (১৯ মে) সকাল ১০টায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী) এর আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন স্থানীয় পরিচ্ছন্নতা কর্মী, স্বেচ্ছাসেবক দল ও সাধারণ জনগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক, ভোলা সদর হাসপাতাল। আরও উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারি ব্যবস্থাপক, সৌরভ ভূঁইয়া (অফিসার, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) এবং সুপারভাইজার কাজী মোঃ বদরুজ্জামান (জেলা ব্যবস্থাপক, টিবি)।

‘নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ এই শ্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়, ফেলা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নির্দিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে এবং সমাজের সকলস্তরের মানুষকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ