1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

ভোলা দৌলতখানে পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত।

  • প্রকাশ কাল সোমবার, ২ জুন, ২০২৫

মোঃ হোসেন, স্টাফ রিপোর্টারঃ 

সোমবার ০২ জুন ২০২৫ তারিখ সকালে ভোলার দৌলতখানে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা কৃষি অফিসের আয়োজনে (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ)পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরী ও ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখানের কৃষি কর্মকর্তা জনাবা হুমায়রা সিদ্দিকা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভোলার অনেক কৃষি পন্য ভোলায় বাহিরে যায় আর এগুলো যদি বীষ মুক্ত জৈব পদ্ধতিতে উৎপাদন করা সম্ভব হয় তবে কৃষক অনেক লাভবান হবে। কৃষকদের জন্য দূর্যোগ কালীন ক্ষতি পুড়নের জন্য কৃষি বীমা ও এই পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের স্মার্ট কৃষি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন। এতে করে প্রকৃত কৃষক গণ অধিক হারে উপকৃত হবেন।

পার্টনার স্কুলে কীটনাশক মুক্ত জৈব রাসায়নিক ব্যবহার করে কিভাবে স্বাস্থ্য সম্মত সবজি উৎপাদন করে অধিক লাভবান হতে পাড়বে এই বিষয়ে প্রান্তিক কৃষকদেরকে নিয়মিত ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত করে তুলতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাগণ নিয়মিত কাজ করে যাচ্ছে। কৃষকদের এই পার্টনার স্কুলের কার্যক্রম পরিচালনায় অর্থায়ন করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইফাদ সহ বিশ্বব্যাংক।

উপস্থিত অতিথি ও কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি নাটকের মাধ্যমে নিরাপদ সবজির বিষয়টি উপস্থাপন করা হয়। উক্ত প্রোগ্রামে কৃষক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কৃষক নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ