স্টাফ রিপোর্টারঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। জানমালসহ সকল নিরাপত্তায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট। পুলিশ কারোর শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে সাধারন মানুষকে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ভোলার পুলিশ সূপার মোঃ শরিফুল হক। সোমবার (১৯ মে) ১১টায় সদর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়ারুল আলম লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি হারুন অর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক মো. আসিফ আলতাফ, ভোলা জিয়া আদর্শ স্কুল এন্ড কলজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম দৈনিক কালবেলা ভোলা জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক ও এনটিভি ভোলা প্রতিনিধি আফজাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকবিরোধী, জঙ্গি, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদ বিরোধী সমাজ গড়তে জনগন এগিয়ে না আসলে একা পুলিশের পক্ষে কিছু করা সম্ভব নয়। পুলিশ মাদকের সঙ্গে জড়ালে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলকে আহবান জানান তিনি।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।