ভোলা প্রতিনিধিঃ
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর ভোলা সার্কেল কমিটি গঠিত হয়েছে। শুক্রবার, ১৩ জুন, ভোলা শহরের একটি পত্রিকা অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ সদস্য বিশিষ্ট এ জেলা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী জনাব রাজীব হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএফ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জনাব আলী আরশাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ওবায়েদ বিন মোস্তফাকে সভাপতি, ব্যবসায়ী আব্দুল হান্নান খোকনকে সাধারণ সম্পাদক এবং আর্কিটেক্ট পারভেজ রানাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি: মুহাম্মদ মাকসুদুর রহমান (সম্পাদক, দৈনিক ভোলার বাণী), সহ-সভাপতি: শিক্ষক ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, মোঃ রিয়াদ হোসেন, এডভোকেট হেলাল উদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুর রহমান ও মোঃ রিয়াজ, অর্থ সম্পাদক: ইকবাল হোসেন রিপন, দপ্তর সম্পাদক: আব্দুর রহিম, প্রচার সম্পাদক: মোঃ মিরাজ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আলাউদ্দিন, আইন সম্পাদক: মোঃ শাহীন কাদের (এলএলবি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ রিয়াজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ নাজিউর রহমান নাঈম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: আক্তার হাওলাদার, ধর্ম সম্পাদক: মোঃ আব্দুল আল-আমিন, নির্বাহী সদস্য: মোঃ মহিবুল্লাহ মুহিব, মোঃ ফরিদ রানা, মোঃ শাকিল, মোঃ শরীফ, মোঃ অনিক ইসলাম।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।
উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবসায়ী মোঃ মামুন গোলদার, এডভোকেট শাহাদাত হোসেন শাহীন, সাংবাদিক আল-আমিন শাহরিয়ার ও ইউনুছ শরীফ।
ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)-এর পক্ষ থেকে নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্ব ভোলার উন্নয়ন-অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং জেলা পর্যায়ে বিডিএফ-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।