1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

ভোলায় বাসাবাড়িতে গ্যাস ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশ কাল সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলায় বাসাবাড়িতে গ্যাস সংযোগ ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর শাখা।

সোমবার (১১ই নভেম্বর) সকাল ১১টার দিকে কালিনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে ইন্ট্রাকো কর্তৃক অবৈধ চুক্তি বাতিল, ভোলার বাসা বাড়িতে গ্যাস সংযোগ ও ভোলা বরিশাল ব্রীজ বাস্তবায়নের দাবিতে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলার গ্যাস ভোলায় চাই আন্দোলন ও ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির আহবায়ক মুহাঃ ওবায়দুর রহমান বিন মোস্তফা।

এ সময় আরও বক্তব্য রাখেন, ভোলা উত্তর সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম-সেক্রেটারি মাওলানা মুফতি আব্দুল মমিন, শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, জেলা দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ আদনান, পৌর সভাপতি মাওলানা আক্তার হোসেন ও ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মোঃ আবু জাফর প্রমূখ।


এ সময় বক্তারা বলেন, ভোলায় বাসা-বাড়িতে গ্যাস সংযোগের দাবি আজকের নয়, এটি ভোলাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি, ভোলায় গ্যাস পেয়েছে প্রায় ৩৪ বছর হলো কিন্তু এখনো বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেয়া হচ্ছে না। যে সমস্ত রাইজার দেয়া হয়েছে সেগুলো ১০ বছরের মতো হয়েছে সুন্দরবন গ্যাস কোম্পানি সেগুলো দিচ্ছে না। ভোলা থেকে ইন্ট্রাকো অবৈধ চুক্তির মাধ্যমে সিলিন্ডারে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। তারা আমাদের থেকে ১৬ টাকায় গ্যাস নিয়ে সেই গ্যাস ৪৮ টাকায় বিক্রি করছে। পুনরায় সেই গ্যাস ভোলার মানুষ বেশি দামে ক্রয় করছে। আমরা বলতে চাই বিগত দিনের সরকারের সাথে যে চুক্তি সেই চুক্তিটি এখন আর থাকতে পারে না। ইন্ট্রাকো কিভাবে ভোলা থেকে গ্যাস নেয় এটা ভোলাবাসী জানতে চায়। আমরা ইন্ট্রাকোর সাথে সকল চুক্তি বাতিলসহ আগামীতে ইন্ট্রাকোর কোনো গাড়ি ভোলাতে আসতে পারবে না এবং ভোলা থেকে গ্যাস নিতে পারবে না বলেও তিনি হুশিয়ারি দেন এবং ভোলা- বরিশাল বিভাগকে শিল্পায়ন করার জন্য ও ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের ২২ লক্ষ ভোলাবাসীর দীর্ঘ দিনের দাবি তা এই সরকার যেনো বাস্তবায়ন করে তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি।

পরে তারা ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি উপদেষ্টা বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ