1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো যাত্রীরা! সম্পদ লঞ্চকে কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কা দিনমজুর পরিবারকে বসত বাড়ি থেকে উৎখাতের চেষ্টা ময়নাতদন্ত না থাকায় ভোগান্তি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে” ভোলায় মানববন্ধন ছাত্র-জনতা ইন্ট্রাকোর এলপিজি গ্যাস ভর্তি কাভার্ড ভ্যান ঢাকা নেয়ার পথে আটকে দিলো লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বিদ্যুৎস্পৃষ্টে লালমোহনে পরিচ্ছন্নতাকর্মীর মৃ*ত্যু ভোলার কাচিয়ায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে ভোলার পশ্চিম ইলিশায় বাপ ডেকেও রক্ষা হলোনা বৃদ্ধ দুলাল মিয়ার

লালমোহনে গৃহবধূ আটক প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

লালমোহন প্রতিনিধিঃ

লালমোহন উপজেলায় অন্যের পরীক্ষা দিতে যাওয়া আকলিমা বেগম নামের এক গৃহবধূকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।আটককৃত আকলিমা বেগম উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার মেয়ে ও লালমোহনের দলিল লেখক মো. সিরাজ পাটওয়ারীর স্ত্রী।

কেন্দ্র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদরাসার মুক্তা বেগম নামের এক পরীক্ষার্থীর স্থলে প্রক্সি পরীক্ষা দিতে আসেন আকলিমা বেগম। তিনি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. শাহে আলম বিষয়টি জানতে পেরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

অন্যদিকে লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশের দায়ে ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, প্রক্সি দিতে গিয়ে যিনি আটক হয়েছেন তার বিরুদ্ধে মামলা করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলা ও বিনা অনুমতিতে কেন্দ্রে প্রবেশ করায় ৬ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন এ বছরের অন্য কোনো পরীক্ষায় কেন্দ্রে কোনো ধরনের দায়িত্ব পালন করতে পারবেন না।

অপর আরেক শিক্ষক আগামী ৩ বছরের জন্য কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। এ ছাড়া গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ৪ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। আমরা নকলমুক্ত পরিবেশে একটি সুন্দর পরীক্ষা সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ