1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

চলাচলের রাস্তা বাঁশের বেড়া, অবরুদ্ধ ২৫ পরিবার

  • প্রকাশ কাল শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বুড়ি মসজিদ সংলগ্ন বাইশ কাঁঠালি বাড়িতে চলাচলের রাস্তায় বাঁশ ও জালের বেড়া দিয়ে ২৫টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন স্থানীয় ২ যুবক।

শনিবার (২ নভেম্বর) বাইশ কাঁঠালি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইশ কাঁঠালি বাড়ির মো. ফজলুর রহমান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলাচলের রাস্তায় বাঁশ ও জালের বেড়া তৈরি করে পথ আটকে দেন। এতে ২৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। একপর্যায়ে ফজলুর রহমানের সঙ্গে স্থানীয় দুই যুবকের এ বিষয়ে কথা কাটাকাটি হলে ফজলুর রহমান তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্থানীয়দের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে ফজলুর রহমান চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অমানবিক কাজ করেছেন। স্থানীয়রা তার বিচারের পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি তুলেন।

অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত ফজলুর রহমান বলেন, তিনি তার ভাইয়ের কাছ একটি জমি কিনেছিলেন। ওই জমির ওপর দিয়ে ২৫টি পরিবার চলাচল করত। চলাচলের রাস্তাটি ১২ ফিট চওড়া ছিল। কিন্তু, সম্প্রতি তিনি কিছুটা চওড়া কমিয়ে রাস্তায় বাঁশ ও জালের বেড়া তৈরি করেন, বাকিটা চলাচলের জন্য রেখে দেন। কিন্তু এরপরও প্রতিপক্ষরা তা মেনে না নিয়ে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। যা নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, মারামারির ঘটনায় উভয়পক্ষ থানায় দুটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ