1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলার নির্বাচন

  • প্রকাশ কাল শনিবার, ২ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখা কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৪/১১/২০২৪ ইং থেকে ২৭/১১/২০২৪ইং (১৪ দিন) ধরে সমিতিভূক্ত বিদ্যালয়সমূহে গমনপূর্বক সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বচনে মনোয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সাধারণ সম্পাদক পদে মনোয়ানপত্র জমা দেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। তিনি উক্ত বিদ্যালয়ে ২৩ বছর কর্মরত আছেন এবং বাংলাদেশে শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখায় দীর্ঘদিন যুগ্ম-সম্পাদকের দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় শিক্ষক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। মাধ্যমিক বিদ্যালয় ভোলা কম্পিউটার শিক্ষক সমিতি এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘসময়ে।

ভোলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকরে দায়িত্ব পালন করে আসছেন ২০০৯ সাল থেকে। তিনি শিক্ষককতার পাশাপাশি একাধারে সাংবাদিকতা চর্চা এবং নাট্যকর্মী হিসেবে কাজ করে আসছেন। ভোলা জেলার ঐতিহ্যবাহী সংগঠন ভোলা থিয়েটারের যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। ভোলা জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব বিভিন্ন প্রযোজনার নাটকে অংশগ্রহণও করেছিলেন বিভিন্ন সময়ে এবং দেশের বিভিন্ন জেলাতে নাট্যোৎসবে অংশগ্রহন করেন।

শিক্ষক নেতা আনোয়ার পারভেজ জানান, তিনি মনোয়ন পত্র জমাদানের প্রথম দিনেই উৎসব মূখর পরিবেশে সকলের দোয়া নিয়ে মনোয়ান পত্র জমা দেন। জেলা সদরের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের ভালোবাসায় তিনি এই নির্বাচনে অংশগ্রহন করেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। উক্ত নির্বাচনের মনোয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ ৪ নভেম্বর, প্রত্যাহার ৫ নভেম্বর। আগামী ২৯/১১/২০২৪ ইং বিকাল ৩টা থেকে সমিতি অফিসে (বাংলা স্কুল মাঠ সংলগ্ন) ভোট গননা চলবে এবং ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ