তজুমদ্দিন প্রতিনিধি:
তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এবং সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিশারিজ প্রোগ্রামের সহযোগীতায় ভোলার তজুমদ্দিনে মাঠ পর্যায়ে সার্ভে ও ট্রলার রেজিষ্ট্রেশন বিষয়ক একদিনের ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় তজুমদ্দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, মৎস্য অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সাসটেইনেবল কোষ্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের সরকারী পরিচালক পলাশ হালদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, প্রেসক্লাবের আহ্বায়ক ফখরে আজম পলাশ, যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন লিটন, সাইদুল হক মুরাদ, মৎস্য দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক মোঃ রুহুল আমিন খোকন, মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মেরিন ফিশারীজ কর্মকর্তা মোঃ আল আমীন।