স্টাফ রিপোর্টার
আসন্ন সারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শিবপুর রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম নূর হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মিলন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, ডা. উমেশ চন্দ্র দাশসহ আরো অনেকই এসময় বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা জিয়া উদ্দিন জিয়া।
এসময় মতবিনিময় সভায় ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ বলেন, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে যেকোন ধরনের অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপি।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাক্সিক্ষত ঘটনার চক্রান্ত যাতে কেউ করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, এবারের পূজা হবে সার্বজনীন হবে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু ভাইয়েরা সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করতে পারে সে ব্যাপারে জেলা বিএনপির সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন। যাতে দুর্গাপূজা পালনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা সবাই সজাগ থাকবো।
বাংলাদেশর সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহার্দ্য অন্তত সুদৃঢ়হ। সবাইকে হিন্দ্র সম্প্রদায়ের পাশে থাকার আহবান জানান।
এসময় তিনি আরো বলেন, দলের নামে কোন চাঁদ বাজি, লুটপাট চলবেনা। এগুলো বন্ধ করতে হবে। যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করে চাঁদাবাজি করে ঘর লুট করে,পুকুরের মাছ লুট করে এরা কোন দলের হতে পারেনা।
যারা চাঁদবাজি করে তাদের বিরুদ্ধে আমারা একশনে যেতে হবে। যাদের রক্তের বিনিময় আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে কোন চাঁদাবাজি করতে দেওয়া যাবেনা।
প্রয়োজনে ইলেকশন করবোনা কিন্তু চাঁদবাজি বন্ধ করতে হবে। আমারা সবাই মিলে এদেশটা গড়তে হবে। এসময় তিনি শিবপুরের নদী ভাঙ্গন রোধ ঢাকায় মানববন্ধন মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে নদী ভাঙ্গন রোধ ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানাবেন বলে জানান। একই সাথে আগামী জাতীয় নির্বাচনে সবাইকে জাতীয়তাবাদি শক্তি বিজয় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান।