তজুমদ্দিন প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মন্দির কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠি হয়। সভায় তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা শুভ দেবনাথের সভাপতিত্বে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, সি.সি নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহবায়ক ফখরে আজম পলাশসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ প্রমুখ। সভায় জানানো হয় এ বছর তজুমদ্দিনে মোট ১৫টি মন্ডপে পূজা উৎযাপন করা হবে। মন্দির কমিটির নেতৃবৃন্দকে অতিদ্রুত সময়ে স্ব স্ব মন্ডপের সিসি ক্যামেরা মেরাতম করার তাগিদ দেয়া হয়। আগামী ৮ তারিখ থেকে পূজার কার্যক্রম শুরু হবে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে সকল শ্রেণি পেশার মানুষের সহায়তা চান উপজেলা প্রশাসন।