চরফ্যাশন প্রতিনিধি:
চরফ্যাশন প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে দিনব্যাপী নারী সম্মেলন আয়োজন করেছে ইউএসএআইডি ইকোফিস-২। “জীববৈচিত্র্য সংরক্ষণে নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে” এই শ্লোগানে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এফডিএ কার্যালয়ের হলরুমে নারী সম্মেলনটি উদযাপন করা হয়।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের জীবন ও জীবিকার মান উন্নয়নের জন্য ইকোফিশ-২ গত ২০ সাল থেকে ১৫,০০০ মৎস্যজীবী পরিবার নিয়ে কাজ করছে। যার মাধ্যমে নারীদের প্রশিক্ষণ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বীকরণ, মৌলিক ব্যবসায় শিক্ষা, সাক্ষরতা ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং বাজারজাতকরণের সহায়তার, পুষ্টি ও জেন্ডার বিষয়ক সচেতনতা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলাসহ নানা বিষয়ে কাজ করছে প্রকল্পটি।
মৎস্যজীবী পুরুষ সদস্যদের জন্য মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ও চর্চা প্রজেক্টের অন্যতম মূল উদ্দেশ্য। নানা ধরণের স্বেচ্ছাসেবীমূলক সংগঠন তৈরি, মৎস্যজীবীদের সংগঠন তৈরি, মাছ ধরার নিষিদ্ধ সময়ে করণীয়, অবৈধ জাল ব্যবহার না করার ব্যাপারে সচেতন ও সচেষ্ট থাকা, পরিবেশের ভারসাম্য ও ইকোসিস্টেমের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকা সহ নানা উন্নয়নমূলক কাজই ইকোফিশ টু-এর কর্মপরিকল্পনার অংশ।
নারীর ক্ষমতায়ন এবং সঞ্চয়ী মনোভাব বৃদ্ধির জন্য নারীদের নিয়ে মোট ২২২ টি দল গঠন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইকোফিশ-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ মৎস্যজীবি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নারীদের অর্থনৈতিক উন্নয়নমূলক কার্যক্রম, ব্যবসায় শিক্ষা সম্পর্কিত জ্ঞান, পুষ্টিকর খাবার ও পুষ্টি সম্পর্কিত আচরণ, নারীর ক্ষমতায়ন এবং জীব বৈচিত্র্য সংরক্ষণে নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয়।