1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিশেষ অভিযান মেঘনা নদীতে

  • প্রকাশ কাল রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগ বিশেষ এক অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ জাল ও খুঁটি অপসারণ করেছে।

শুক্রবার দিনব্যাপী ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ পাইজাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জালসহ জাল বসানোর কাজে ব্যবহৃত প্রায় দুই হাজার খুঁটি অপসারণ করে। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ ও দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এক ধরনের অসাধুচক্র মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে এ ধরনের জাল ব্যবহার করে মাছের রেনু পোনা ধ্বংস করে আসছিলো। যে কারণে মাছের উৎপাদন কমে যাচ্ছিলো। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ