1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ভোলায় স্কাউটিং বিষয়ক ‘অগ্রদূত’ অনুষ্ঠানের শুটিং অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

ভোলা সরকারি কলেক ক্যাম্পাসঃ

ভোলায় বিটিভির স্কাউটিং বিষয়ক ‘অগ্রদূত’ অনুষ্ঠানের শুটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে শহীদ মিনার চত্বরে বিকেল ৩টায় এ শুটিং অনুষ্ঠিত হয়। ভোলা ওপেন স্কাউট, নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ স্কাউটররা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। ভোলা সরকারি কলেজ, ভোলা সরকারি স্কুল এবং ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের স্কাউটাররা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এবং জেলা রোভার কমিশনার পারভীন আখতার।

বিটিভি রিপোর্টার ইমরানুজ্জামান এর সমন্বয়ে এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সাবেক সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, জেলা স্কাউটের সহ-সভাপতি নাহিদ মোরশেদা মিশু এএলটি, জেলা রোভার সম্পাদক কামাল হোসেন, জেলা কাব লিডার মোঃ সিদ্দিক। জেলা স্কাউট লিডার মোঃ মনিরুল ইসলাম এএলটির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, আভিভাবক, কাব, স্কাউট এবং রোভারবৃন্দ।

উল্লেখ্য, সকাল ১০টায় দৌলতখান ও বোরহানউদ্দিনের স্কাউটারদেরকে নিয়ে বোরহানউদ্দিনে উপজেলা ভিত্তিক এ ধরনের আরেকটি শুটিং করা হয়। ২২সেপ্টেম্বর লালমোহন এবং চরফ্যাশনেও শুটিং করা হবে। স্কাউটিং কার্যক্রম দেশব্যাপী তুলে ধরার লক্ষে বর্তমান অগ্রদূত অনুষ্ঠানটি প্রতি মাসের ২য় ও ৪র্থ বুধবার ১২ঃ৪৫ মিনিটে বিটিভিতে নিয়মিত প্রচার করে থাকে। এই প্রোগ্রামটি বিভিন্ন জেলায় স্কাউট কার্যক্রম স্বাস্থ্য সচেতনতামূলক, সমাজ উন্নয়নমূলক, দলীয় স্কাউট নৈপুণ্য কার্যক্রম, ইউনিট পরিচিতি ও বিভিন্ন সাফল্য আর্জন, জেলা পরিচিতি, প্রবীণ স্কাউটদের সাক্ষাৎকার, শাপলা ও পিআরএস প্রার্থীদের সাক্ষাৎকার ভিডিও ধারণ করে অনুষ্ঠানটিতে প্রচার করা হয়।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ