1. admin@news.bholarnews.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে চক্ষুচিকিৎসায় সেবাপ্রদানকারী ও চক্ষুসেবায় নিয়োজিত সহযোগীদের জেন্ডার সমতা ভিত্তিক সেবা প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

  • প্রকাশ কাল শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ভোলা সদরস্থ নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালে দি ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় চক্ষুচিকিৎসায় সেবাপ্রদানকারী ও চক্ষুসেবায় নিয়োজিত সহযোগীদের জেন্ডার সমতা ভিত্তিক সেবা প্রদান বিষয়ক একটি রিফ্রেশার্স প্রশিক্ষণ আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসূচিতে চক্ষুসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স এবং সহায়ক সেবা প্রদানকারীদের জেন্ডার ও একীভূত সেবা বিষয়ক ধারণা প্রদান, সংবেদনশীলতা তৈরি এবং কর্মক্ষেত্রে প্রয়োগিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবার, সমাজ এবং চিকিৎসক্ষেত্রে বিশেষত চক্ষুচিকিৎসা সেবায় জেন্ডার, প্রতিবন্ধিতা এবং বয়সজনিত ইস্যুগুলো নিয়ে ধারনাপত্র উপস্থাপনার পাশাপাশি উপস্থিত সকলের অংশগ্রহণে প্রানবন্ত উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেন্ডার বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার নুরুল আলম সিদ্দীকি এবং প্রতিবন্ধিতা বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার এ.কে.এম বদরুল হক।

নিজাম হাসিনা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন আহমেদ প্রশিক্ষণের প্রারম্ভেই সূচনা বক্তব্য প্রদান করেন এবং এই ধরণের রিফ্রেসার্শ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিশ্লেষন করেন। এ.কে.এম বদরুল হক, প্রোগ্রাম ম্যানেজার, দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন প্রশিক্ষণ কর্মসূচির প্রেক্ষাপট সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশ এর বরিশাল বিভাগের প্রোজেক্ট অফিসার বেবী নাজনীন এবং নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের মোঃ আবদুল্লাহ আল ফারুক, সহঃ মহাব্যবস্থাপক (হাসপাতাল ব্যবস্থাপনা) ও মাজহারুল ইসলাম, সহঃমহাব্যবস্থাপক (প্রশাসন)। অত্র হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামী দিনগুলোতে একটি জেন্ডার সমতাভিত্তিক সেবাকেন্দ্র হিসেবে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালকে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ