1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

ভোলায় ছাত্রদলের বিক্ষোভ সাম্য হত্যার বিচারের দাবিতে

  • প্রকাশ কাল সোমবার, ১৯ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদ এবং এই হত্যাকান্ডে জড়িত খুনীদের সর্বোচ্চ বিচারের দাবিতে ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি সন্ধ্যায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে ভোলা শহর প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বাপ্পি, মাহাফুজ রহমান বাপ্পি, তারেক শিকদার, সদস্য শাখাওয়াত শামিম, জামিল শুভ, ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, সাঈদ ইশতিয়াক পিয়াস। জেলা ছাত্রদল নেতা, সালাউদ্দিন সালেহ, শাখাওয়াত শাকিল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির গোলদার, মোঃ মিজান, সদস্য রায়হান তালুকদার। জেলা, উপজেলা, কলেজ, ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদ এবং খুনীদের সর্বোচ্চ বিচারের দাবিতে ভোলা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্নার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা সাম্যের হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকা-ে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার দাবি জানান। সোমবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল ভোলা শহর প্রদক্ষিন করে কালিনাথ রায়ের বাজারে নুরে আলম চত্বরে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সভায় ভোলা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাইসুল ইসলাম রিমেল এর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন ভোলা জেলা ছাত্রদল নেতা জিএম ছানাউল্লাহ, হুমায়ুন কবির, ভোলা সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির, উপজেলা ছাত্রদল নেতা শশী। এ সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।

যতদিন পর্যন্ত সাম্যের প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতার করা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান করব বলে জানান ছাত্রদলের নেতারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় সাম্যর। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ