1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৪:২২ অপরাহ্ন

মির্জা ফখরুলের নামে ফেসবুকে ছড়িয়েছে ভুয়া ফটোকার্ড

  • প্রকাশ কাল রবিবার, ১৮ মে, ২০২৫

নিউজ ডেস্কঃ

‘দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে: মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট টিভির লোগো সম্বলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ‘দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে: মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে ইনডিপেনডেন্ট টিভি কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইনডিপেনডেন্ট টিভির লোগো ব্যবহার করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে ইনডিপেনডেন্ট টিভির নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘১০ মে ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

এ তথ্যের সূত্র ধরে ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়াও ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইটেও এ দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

একই সঙ্গে ইনডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ডিজাইনেও ভিন্নতা পরিলক্ষিত হয়।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও মির্জা ফখরুলের এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করার সপক্ষে নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘দেশে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার ও মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ চলছে: মির্জা ফখরুল’ শীর্ষক শিরোনামে ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ