1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে হাসপাতালের প্রতিপক্ষের হামলায় কাতরাচ্ছেন বৃদ্ধা অযুফা

  • প্রকাশ কাল রবিবার, ১৮ মে, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ১নং ওয়ার্ডের বৃদ্ধা মহিলা অযুফা খাতুন প্রতিপক্ষের আঘাতে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কাতরাতে দেখা যায়। কেঁদে কেঁদে মার-ধরের বর্নণা দিচ্ছেন ৭০ বছরের এই অসহায় বৃদ্ধ মহিলা।

বৃদ্ধা মহিলা নিজে ভিক্ষাবৃত্তি করে দিন পার করছেন, এরই মধ্যে সম্পর্কে বিয়াই তার থেকে ১৯২০ সালে এক একর জমি ক্রয় করে সেই সময়। পরে ওয়ারিশ সূত্রে কিছু জমি তাদের কাগজে কলমে থাকলেও দখল করে খাচ্ছে এলাকার প্রভাবশালী মহল কবির গংরা।

বলছি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুব ১নং ওয়ার্ডের বৃদ্ধ অজুফা খাতুনের কথা। তাকে এমনভাবে মার-ধর করা হয়েছে যে, কাপড় খুলে দেখাতোও পারছে না। সমস্ত শরীরে আঘাত করে রাস্তায় রেখে যান কবির গংরা। বৃদ্ধার ছেলে বাবুল জানান, এ জমি আমার তালই ১৯২০ সালে ক্রয় করেছে। এছাড়া আমরা ওয়ারিশ সূত্রে ৩৩ জমির মালিক হয়েছি। কিন্তু কবির গংরা জোরপূর্বক আমাদের জমিন দখল করে খাচ্ছেন। আমরা অশিক্ষিত ও আর্থিক অস্বচ্ছল থাকার কারণে আমরা আমাদের পাওনা বুঝে নিতে পারছি না। এর আগে এই জমিকে কেন্দ্র করেই আমার বোনকে বিদায় দিতে হয়েছে, সে সময় চেয়ারম্যান জোবায়ের মিয়ার মধ্যস্থতায় মামলার দিকে যেতে বাঁধা দিয়ে কিছু টাকা পয়সা দিতে সাময়িক মিমাংসা করে দেয়। তবে তার রেশ এখনও রয়ে যায় জমি জমা দখল নিয়ে। আজও আমার মাকে মেরেছে এখন আমার মা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ কবির জানান, এ ঘটনার সাথে তিনি জড়িত ছিল না। জমি সংক্রান্ত বিরোধ চলছে সালিশ বিচারের মাধ্যমে সমাধান হবে। বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এর কাছে এই অমানবিক নির্যাতনের কথা জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ