লালমোহন প্রতিনিধিঃ
লালমোহন পৌরসভার ১, ২ ও ১১নং ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পর ১নং ওয়ার্ডের মারকাজুল উলুম কওমী মাদ্রাসার মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহারুখ হাফিজ ডিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুর রহমান কবির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চলনা করেন লালমোহন পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ইমরান।
আলোচনায় বক্তারা বলেন, ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ এই এলাকাকে একটি শান্তির জনপদে রুপান্তরিত করেছিলেন। বিগত ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দোসর ও সন্ত্রাসী শাওন এই শান্তি প্রিয় জনপদকে অশান্তিতে রুপান্তিত করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। মেজর হাফিজ বাংলাদেরশের একজন স্বনামধন্য ও জনপ্রিয় সংসদ সদস্য হিসেবে তাকে আগামী নির্বাচনে এই ১, ২ ও ১১ নম্বর ওয়ার্ডের জনগণ আবারোও বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে দৃষ্টান্ত স্থাপন করবেন।