নিউজ ডেস্কঃ
দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ, বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসকধীন রয়েছে।
শনিবার (১৭ মে) ভোরে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকার রফিক মিঝির রাড়িতে এই অগ্নি সংযোগ এর ঘটনা ঘটে। আগুনে ঘরটিতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
এই ঘটনায় রফিক মিঝির চাচাতো ভাতিজা মিন্টু মিঝির পরিবারের বিরুদ্ধে এই অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক মিঝির ও মিন্টু মিঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধের জের ধরে মিন্টু মিঝির ছেলেরা রফিক মিঝির বাড়িতে লুটপাট চালায়। পরে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে সব জ্বালিয়ে দেয়।
আগুনের লেলিহান দেখে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তা লোকজনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে এই আগুন নিয়ন্ত্রণ করে।
তবে এ সময় ঘরে থাকা লোকজন বাসা থেকে বের হয়ে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় রফিক মিঝি থানায় একটি মামলা করবেন বলেও জানান।
পরিবাবের স্বজনরা জানান,জমি নিয়ে দীর্ঘদিন ধরে মিন্টু মিঝির সাথে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধ মিমাংসায় থানায় দুই পক্ষ কে নিয়ে বসা হয়েছিলো। কিন্তু মিন্টু মিঝির ছেলেরা সেই রায় না মেনে আমাদেরকে এলাকা ছাড়া করার জন্য পেট্রোল দিয়ে পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেয়। আমারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
তবে এই আগুন লাগার ঘটনার সাথে মিন্টু মিঝির পরিবার জড়িত নয় বলে দাবি করছেন পরিবারের স্বজনরা।
এদিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রক কর্মকর্তা মো.ফারুক হোসেন হাওলাদার জানান, সকালে দৌলতখানের উত্তর জয়নগর এলাকার একটি বাড়িতে আগুন লাহার কথা শুনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগা ঘরের পাশ থেকে কন্ট্রেইনারে পেট্রোল দেওয়ার আলামত উদ্ধার করেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি আগুনের সূত্র পাত কোথা থেকে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, বিষয়টি তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন। পুলিশের একটি ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।