স্টাফ রিপোর্টারঃ
চরফ্যাশনে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের ভিশন চক্ষু সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) চরফ্যাশনের শরীফ পাড়াস্থ সদর রোডে ভিশন চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ভিশন চক্ষু সেন্টারের উদ্বোধন করেন চিকিৎসা সেবা নিতে আসা ৩ রোগী। যারা দীর্ঘদিন যাবত চক্ষু রোগে ভুগছিলেন। এ সময় উপস্থিত ছিলেন নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভন বশার। ভিশন চক্ষু সেন্টারের উদ্বোদনের দিনে বিপুল সংখ্যক রোগী চক্ষু চিকিৎসা সেবা নিতে আসেন। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিকিৎসা সেবা নিতে আসা সকল রোগীকে বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মধ্য থেকে ১২ জন রোগীকে ফ্রি চক্ষু অপারেশন করা হয়েছে। এখানে প্রতি শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে চরফ্যাশন উপজেলার রোগীগণ ভোলায় গিয়ে চিকিৎসা সেবা নিত। বর্তমানে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের ভিশন চক্ষু সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবে। এই সেবা চালু করায় চরফ্যাশন উপজেলার সাধারণ মানুষ নিজাম-হাসিনা ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।