1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:০১ অপরাহ্ন

চরগুমানী আ.লীগ সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১জন

  • প্রকাশ কাল বুধবার, ১৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

গত ১৩/৫/২০২৫ সোমবার সকাল নয়টার দিকে ভোলা দৌলতখানের উঃ জয়নগর ১ নং ওয়ার্ডে মিজি বাড়ির দরজার বটতলার একটি মুদি দোকানের মালিক আলাউদ্দিন এর দোকানে স্বয়ং আলাউদ্দিন এর থেকে স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদ না দেওয়া ও পূর্ব শত্রুতার জের ধরে সংঘবদ্ধ ভাবে তারা হামলা চালায়। এই সংঘবদ্ধ সন্ত্রাসীরা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের একান্ত সহচর ও জুলাই আন্দোলনের সশস্ত্র বিরুদ্ধে অবস্থানকারী হিসেবে বহু ছবি ও ফুটেজ রয়েছে। স্বাক্ষীদের বর্ণনা মতে হামলার একপর্যায়ে ধা*রালো দা- ছু*রি দিয়ে হাতে পায়ে পোচ দেয় এবং মাথার ডান দিকে কো*প দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। উল্লেখ্য শরীরের অন্যান্য জায়গায়ো আঘাতের অনেক চিহ্ন রয়েছে।

উক্ত বিষয়ে দৌলতখান থানায় যোগাযোগ করলে উত্তর জয়নগর এর বিট অফিসার এসআই রাকিব জানান এই ঘটনার অভিযুক্তরা গত ফেব্রুয়ারি মাসে আরও একটি ঘটনা ঘটায় উক্ত বিষয়ে থানায় তখন‌ও একটি মামলা করা হয়েছিলো।

এমতাবস্থায় তাকে মামলার সাক্ষী ও স্থানীয় লোকজন উদ্ধার করে দৌলতখান হাসপতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। দৌলতখান হাসপাতালের রেজিঃ নং- ৭৪৪/০২ এবং বর্তমানে ভোলা সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৩নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উক্ত হামলায় দোকানে মালামাল কেনার জন্য ২,০০,০০০/- টাকা নিয়ে যায় ও ১,০০,০০০/- অন্যান্য মালামালের ক্ষয়ক্ষতি হয়।

গুরুতর আহত মোঃ আলাউদ্দিন (৬৬), পিতাঃ মৃত হারুন অর রশিদ নিজেই বাদী হয়ে ৬জন হামলাকারীদের বিরুদ্ধে “মোকাম দৌলতখান বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে” মামলা দায়ের করেন। উক্ত মামলা নং- এম.পি ১১৭ /২০২৫ইং (দৌঃ) তাং- ১৪/০৫/২০২৫

আসামীগণ হচ্ছে ১) মোঃ ইকবান (৪০), পিতাঃ মোঃ রফিক মিঝি ২) মোঃ লোকমান (৪০), দিতাও মোঃ জজিক মিঝি ৩) মোঃ টিটু (৪৩), পিতাঃ মোঃ রফিক মিঝি ৪) মোঃ সোহাগ মিকি (৫০), পিতাঃ মোঃ আবদুস ছালেম মিঝি ৫) মোঃ বাবু মিঝি (৪২), পিতাঃ মোঃ আবদুস ছালেম মিঝি ৬) মোঃ জাকির শিঝি (৫৫) পিতাঃ মোঃ রফিক মিঝি সকলেই চরগুমানী, উত্তর জয়নগর, ১নং ওয়ার্ড, উপজেলাঃ দৌলতখান, জেলা ভোলার স্থায়ী বাসিন্দা।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ