1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

ভোলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

  • প্রকাশ কাল বুধবার, ১৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

‘জ্ঞান বিজ্ঞানে করবো জয় সেরা হবে বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় সপ্তাহ ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভোলার বাংলা স্কুলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. মিজানুর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন ও এক আলোচনা সভায় অংশ নেন। এবারের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২টি স্টল অংশগ্রহণ করেছে।

এসময় বক্তরা বলেন, বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায় এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তারা এখানে অংশ গ্রহণ করেছেন। এর মধ্যে দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের স্কুল বা কলেজে যেসব থিউরি শিখছে সেটার আলোকে অথবা নিজেদের উদ্ভাবনীমূলক যেসব চিন্তা চেতনা আছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন ধরণের প্রজেক্ট এখানে নিয়ে এসেছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো বিজ্ঞানভিত্তিক বিষয় বস্তু উদ্ভাবন করতে সহযোগিতা করবে।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ