1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ভোলায় বিনামূল্যে কোস্টগার্ডের চিকিৎসাসেবা

  • প্রকাশ কাল বুধবার, ১৪ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম। বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার ভেলুমিয়ার চন্দ্রপ্রসাদ এলাকায় এ কার্যক্রম পরিচালান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে মোট ৩শ’ ৭০ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট আখি তামান্না, এএমসি। চিকিৎসা কার্যক্রম শেষে স্থানীয় মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেন লেফটেন্যান্ট মোজাম্মেল হক। তিনি অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার এবং নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। জনসচেতনতামূলক এই সভায় বিপুল সংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ