1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ইউনিসেফ এর অর্থায়নে, সুশীলন বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে নির্বাহি কর্মকর্তার হলরুমে জনসম্পৃক্তকরন, সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হান-উজ্জামান বলেন, এ বিষয়টি সমাজের উন্নয়ন, স্থিতিশীলতা এবং ন্যায্যতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের আচরণ যদি সময়, প্রেক্ষাপট ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত না হয়, তাহলে সমাজ পিছিয়ে পড়ে এবং বিভিন্ন সমস্যা দেখা দেয়। তিনি বলেন,নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যেমন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তির প্রভাবÍএসব নতুন বাস্তবতায় মানিয়ে নিতে মানুষকে আচরণ পরিবর্তন করতে হয়।

নারী ও শিশুদের অধিকার রক্ষায় তিনি বলেন, নারী শিক্ষা, নারীর কর্মস্থলে অংশগ্রহণ, এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পুরনো রক্ষণশীল মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর রেখা ইয়াসমিন, ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার সজিব রহমান, প্রজেক্ট অফিসার ইয়াসমিন জাহান এবং বোরহানউদ্দিন উপজেলার কমিউনিটি মোবিলাইজার, রাজু আহম্মেদ, মো: রাজিব, আসমাতুন্নেচ্ছা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্ধ, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সাংবাদিকগণ।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ