স্টাফ রিপোর্টারঃ
ভোলায় দিনব্যাপী ফ্রি দন্তসেবা ক্যাম্পের আয়োজন করে বিবা। দি বেষ্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশ বিবার আয়োজনে নিজাম হাসিনা ফাউন্ডেশন এর সহযোগিতায় ৯ মে (শুক্রবার) সকাল ৯টা থেকে বিবার স্থায়ী কার্যালয় যুগীরগোলে অনুষ্ঠিত এ ক্যাম্প চলে দুপুর ৩টা পর্যন্ত। অসহায়দের চিকিৎসা শেষে পেষ্ট, ব্রাশ ও প্রয়োজনীয় ঔষধ ও নাস্তা বিতরণ করা হয়। নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের সহযোগিতায় শতাধিক অসহায় দুস্থ মানুষকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মিসেস খালেদা খানম। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের সাবেক সহকারী পরিচালক ডাক্তার এ কিউ এম হাসান তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীর হাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, তানজিমুল কোরআন মাদ্রাসার পরিচালক তরিকুল ইসলাম তারেক।
বিবার নির্বাহী পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবার সভাপতি আজিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম, আসাদুজ্জামান, ডেন্টাল সহকারী মোহাব্বত আলম, সাংবদিক আনোয়ার হোসেন, শিমূলসহ অন্যান্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিবার এই কার্যক্রম অব্যাহত থাকলে অসহায়দের অনেক উপকার হবে। আমরা এই মেডিক্যাল ক্যাম্প দৌলতখান ও বোরহানউদ্দিনের করবো ইনশাল্লাহ। অসহায়দের অর্থের বিনিময়ে চিকিৎসা চালানো খুবই কষ্টসাধ্য। তারা যেন এখানকার এই সুবিধাটা নেয়। এই অঞ্চলের খেটে খাওয়া মানুষগুলোর বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। শতাধীক রোগী চিকিৎসা সেবা পাওয়ায় অনেক খুশি তারা। এবং ১৬ মে শুক্রবার বিনামূল্যে হার্ট ও মেডিসিন সেবা দিবেন ডাঃ শরীফ আহমেদ।
উল্লেখ, যে প্রতি শুক্রবার এখানে অসহায়দেরকে পবিত্র কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়। পরে তাদেরকে চাল ডাল সবজি প্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয় এবং মানবতার দুয়ারে নিয়মিত ব্যবহার যোগ্য পোশাক অসহায়দের জন্য ঝুলিয়ে রাখা হয়। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা তরিকুল ইসলাম তারেক।