1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

দৌলতখানে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

  • প্রকাশ কাল শনিবার, ১০ মে, ২০২৫

দৌলতখান প্রতিনিধিঃ 

ভোলার দৌলতখানে যথাযথ ভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী।

‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা সপ্তাহ পালিত হয়।

শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সুন্দর হাতের লেখা, নৃত্যানুষ্ঠান, উপস্থিত বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবদুল হাই ও আমেনা ফাহিমের সঞ্চলনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ করিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সম্পাদক শাহাজাহান সাজু উপজেলা জামায়েতের সেক্রেটারী আশ্রাফ উদ্দিন ফারুক, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী একেএম ফজলুল হক, অত্র উপজেলার প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আউয়ুব প্রমূখ।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ