1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ভোলা-বরিশাল সেতু: ৭ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশ কাল শনিবার, ১০ মে, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার গ্যাস ভোলায় থাকবে এবং ভোলায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আজকের ভোলা নামের একটি সংগঠন। শুক্রবার (৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও আগামীর ভোলার মুখপাত্র মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন আগামীর ভোলার অন্যতম সংগঠক অ্যাডভোকেট এমরান হোসেন ও আগামীর ভোলার সাংগঠনিক সম্পাদক ও বিজেপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত, দৌলতখান ফোরাম ঢাকার সভাপতি মো. কামাল উদ্দিন, ভোলা সমিতি ঢাকার যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার, যুবনেতা বিল্লাল পাশা, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন, ছাত্র সমাজের (পার্থ) কেন্দ্রীয় আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদল নেতা মাহবুবুল ইসলাম সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইব্রাহিম সুমন, ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক রেদওয়ান উল্লাহ, দৈনিক যুগান্তর রিপোর্টার আল-মামুন, ছাত্রদল মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক বশিরউল্যাহ, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক আলমগীর, দ্বীপের সাবেক যুগ্ম সম্পাদক কাওসার হোসেন।


বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোলা ছাত্রকল্যাণের সভাপতি রবিউল ইসলাম রিপন এবং সাধারণ স¤পাদক মো. সোলায়মান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার, তিতুমীর কলেজের ভোলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খোকন, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, কবি নজরুল কলেজের ভোলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক শাওন ভূইয়া, ছাত্রনেতা অর্ণব রুবেল, অপূর্ব রাকিব, আল আমিন, মেহেদি হাসান সাগর প্রমুখ।

আগামীর ভোলার মুখপাত্র মীর জসিম বলেন, সরকার দাবি পূরণে ৭ দিন সময় নিয়েছে। আমরা আশা করি আগামী ৭ দিনের মধ্যে সরকার তার কথা রাখবে। দাবি পূরণ করা না হলে ভোলার সব জনগণ ঢাকায় এসে রাজধানী অচল করার হুঁশিয়ারি দেওয়া হয়।

আগামীর ভোলার সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতাব্বর, তার বক্তব্যে ভোলার এই তিন দাবি আগামী ৭ দিনের মধ্যে আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। ভোলার চতুর্দিকের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা ভোলাকে হুমকির মুখে ফেলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ