1. admin@news.bholarnews.com : admin :
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

মনপুরায় রাসেদ হত্যায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশ কাল সোমবার, ৫ মে, ২০২৫

মনপুরা প্রতিনিধিঃ

মনপুরায় আলোচিত ছাত্রদল নেতা রাসেদ হত্যায় মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। এছাড়াও হত্যা মামলাটি পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতার দাবী করা হয় সংবাদ সম্মেলনে। সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিহত রাসেদ এর বাড়ির সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভাই আজাদ হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জামাল উদ্দিন পলাসের পরিকল্পনায় মামলার আসামীরা পরিকল্পিতভাবে রাসেদকে হত্যা করে। কিন্তু এখন পর্যন্ত হত্যার পরিকল্পনাকারী জামাল উদ্দিন পলাশসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। এমনকি জামাল উদ্দিন পলাস টাকার বিনিময় ময়না তদন্ত রির্পোট পরিবর্তন করবেন বলে আশংকা করছেন তারা।

এছাড়াও তিনি অভিযোগ করেন, হত্যার মামলা হওয়ার পর থেকে তাদের পরিবারের সদস্যদের ও মামলার স্বাক্ষীদের বিভিন্নভাবে হয়রানী করছে ও হুমকি দিচ্ছেন আসামী পক্ষের লোকজন। এমনকি হত্যা মামলাটিকে ভিন্নখাতে নিতে তাদের পরিবারের সদস্য ও মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামী পক্ষের লোকজন তিনটি মিথ্যা মামলা দিয়েছেন বলে লিখিত অভিযোগ করেছেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে নিহত ছাত্রদল নেতা রাসেদ এর বাবা আবুল কালাম, মা কহিনুর বেগম, বোন ইয়াসমিন বেগম ও ভাই আজাদ হোসেন হেনস্তার হাত থেকে বাঁচতে ও হত্যার সঠিক বিচার পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা দাবী করেন। এ ব্যাপারে মামলার ২ নং আসামী জামাল উদ্দিন পলাস পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, মনপুরা ও ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে ছাত্রদল নেতা রাসেদ হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭ আসামীদের গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ