স্টাফ রিপোর্টার:
জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ভোলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোলার ইমাম সাহেবদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাটাব ভোলা শাখার সভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও বিএমএ ভোলা জেলা সভাপতি ডাক্তার আলহাজ্ব এটিএম মিজানুর রহমান, প্রধান আলোচক ছিলেন, সাবেক উপ-পরিচালক ও সিভিল সার্জন, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাক্তার আব্দুল মালেক। জেলা ইমাম সমিতির সাংগঠনিক স¤পাদক হাফেজ বনি আমিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ও নাটাব এর সহ-সভাপতি মুহাম্মদ আবু তাহের।
আলোচকগণ যক্ষা রোগ সম্পর্কে ইমাম সাহেবদের কে বিস্তারিত ধারণা প্রদান করেন। তারা বলেন, যক্ষা রোগ নিরাময় সম্ভব, তা আজকের দিনে প্রমাণিত। তবে এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। এই সচেতনতার সৃষ্টির কাজে ইমামদের বিশেষ ভূমিকা রয়েছে। যক্ষার লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে হাসপাতালে অথবা ব্র্যাক সেন্টারে নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এবং যক্ষা রোগ নিরাময়ের জন্য দীর্ঘমেয়াদী ঔষধ নিয়মিত সেবনের বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ইমাম সাহেবদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা চাইলে তাদের নিজ নিজ মহল্লায় বিশেষ করে মুসল্লিদের মধ্যে যক্ষা রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, এবং নিয়মিত ঔষধ খাওয়ার বিষয়টি তদারক করতে পারেন।
পরিশেষে সম্প্রতি বৈষম্য বিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা মীর বেলায়েত হোসেন।