দৌলতখান প্রতিনিধিঃ
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের (ঘুইংগার হাটের কাছে) রমিজ ব্যাপারী বাড়িতে শুক্রবার (২ মে) রাত সাড়ে ৭টার সময় জমি নিয়ে বিরোধের জেরধরে সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়। আহতদেরকে ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আবু তাহের জানান, দীর্ঘদিন তাদের অংশিদার ফরিদ গ্রুপের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় উকিল লাইব্রেরীতে সালিশ বৈঠক হয়। কয়েকজন এ্যাডভোকেট উভয়ের কাগজ পত্র দেখে ফরিদ গ্রুপ কোন জমি পায়না বলে সিদ্ধান্ত দেন। এর জের ধরে পুর্ব পরিকল্পিত ভাবে ফরিদ গ্রুপেরা রাতে আবু তাহের গ্রুপের উপর হামলা চালিয়ে-লাঠি,পাইপ দিয়ে পিটাতে ও রামদা দিয়ে কুপিয়ে ১১ জনকে গুরুত্বর আহত করে। আহতদের ডাক চিৎকারে তাদের ছেলে-মেয়েরাসহ আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। এসময় উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরলে, ওই সময় ফরিদ গ্রুপের-৩ জন ও আবু তাহের গ্রুপের ১১জনসহ ১৪ জন গুরুত্বর আহত হয়।
আবু তাহের গ্রুপের ৮ জনকে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উভয় গ্রুপের ৬ জনকে ভোলা ২৫০ সয্যা হাসপাতালে নেয়া হয়। গুরুত্বর আহত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮ জনকে, ভোলা সদর হাসপাতালে এবং ভোলা হাসপাতাল থেকে উভয় পক্ষের নারী-পুরুষসহ ৪ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন-আবু তাহের, বজলুর রহমান, ঝুমুর, নুরচেহারা, আছমা, হাবিব, সিকু, ফরিদ, মাইনুদ্দিন, মনিরসহ ১৪ জন। আহতদেরকে ভোলা ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ঝুনু রায়হান জানান, শারীরিক এসল্ট গুরুত্বর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে রেফার করা হয়েছে।