1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫দফা দাবিতে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচী

  • প্রকাশ কাল বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলাসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল করেছে স্থানীয় ছাত্রজনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ভোলা শহরের বাংলাস্কুল মোড় থেকে এই মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় তারা ভোলার গ্যাস ভোলাতে না দেওয়া পর্যন্ত ইন্ট্রাকো কোম্পানী ভোলা থেকে কোন গ্যাস নিতে পারবেনা বলে জানান। তাদের দাবি ভোলার গ্যাস ভোলা থেকে বাহিরে নেওয়ার আগে ভোলার আবাসিক সংযোগ দিতে হবে, ভোলার মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়ন করতে হবে, ভোলার গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। অন্যথায় ভোলা থেকে কোন গ্যাস জেলার বাহিরে যেতে দেওয়া হবেনা। মশাল মিছিল শেষে পরবর্তী অবস্থান কর্মসূচী পালন করে স্থানীয় ছাত্রজনতা।

এর আগে গত ২৮ এপ্রিল ঢাকাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাথে ভোলার ছাত্র-জনাতার একটি সভা হয়। সেই সভায় আশনরুপ কোন সিদ্ধান্ত ভোলাবাসী পাইনি বলে জানানো হয়।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ