1. admin@news.bholarnews.com : admin :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

পরিবহন থেকে টোল প্রত্যাহারে চরফ্যাশনে ইউএনওকে শুভেচ্ছা

  • প্রকাশ কাল বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

চরফ্যাশন প্রতিনিধিঃ

চরফ্যাশন পৌরসভার সড়কের পরিবহন থেকে টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন শাখার পক্ষ থেকে চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথিকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা প্রদান করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারকে তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নির্বাহি কর্মকর্তা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি সকল পরিবহনকে মালিক- চালককে পৌরসভার যথাযথ আইন মেনে যানবাহন পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কেও আইন

অমান্য করে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ হতে চরফ্যাশন পৌরসভায় বিভিন্ন পরিবহন থেকে ইজারাদার কর্তৃক টোল (চাঁদা) গ্রহণ করে আসছিল। প্রতিবাদে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গত ১৭-০৪-২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সকল পক্ষের সাথে আলোচনা করে ২৯/০৪/২০২৫ তারিখ থেকে যানবাহনের উপর থেকে পৌরসভার টোল (চাঁদা) গ্রহণ না করার নির্দেশনা প্রদান করেন।

ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা সেক্রেটারি মাস্টার মো: শামসুদ্দিন, চরফ্যাশন উপজেলা সিএনজি ও অটোরিকশা মালিক ট্রেড ইউনিয়ন (রেজি নং বরিশাল-৩৯) সেক্রেটারি মো: সেলিম হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ, চরফ্যাশন উপজেলা সিএনজি সমবায় সমিতি সেক্রেটারি মোঃ মুরাদ হোসেন।

আরো উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন নেতা নূর মোহাম্মদ, মো: সিদ্দিক, আল আমিন, সমবায় সমিতির নেতাদের মধ্য ছিলেন মোঃ কামাল, রিকশা শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ মালেক, সিএনজি সমিতির সহ:সভাপতি আলাউদ্দিন ও সিনিয়র সদস্য জাহাঙ্গীর প্রমূখ।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ