1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশারফ হোসেন শাজাহানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ

ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, নাট্যকার ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মরহুম মোশারেফ হোসেন শাজাহান’র ৮৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ভোলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. এ তাহেরের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য ইউনুছ শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো. ওমর ফারুক, ভোলার বাণী সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আলামিন শাহরিয়ার, চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সহিদ তালুকদার, মনির সাজওয়াল, এটিএন’র সিদ্দিকুল্লাহ, এশিয়ান টিভির ভোলা প্রতিনিধি মো. বিল্লাল হোসেন, মোহনা টিভির ভোলা প্রতিনিধি মো. জসিম রানা, জাস্ট নিউজের ভোলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, মোশারেফ লাবু, কবি মাসুদুর রহমান, প্রভাষক ও কবি রিপন শান, রিয়াজ মাহমুদ, মোঃ ইসমাইল প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে তারা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোশারফ হোসেন শাজাহানকে নিয়ে স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, মরহুম আলহাজ্ব মোশারেফ হোসেন শাহজাহান ১৯৩৯ সালে ১৯ সেপ্টেম্বর ভোলার ঐতিহ্যবাহী মিয়াঁ পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মন্ত্রিসভায় তাকে পানি সম্পদ প্রতিমন্ত্রী করা হয় এবং ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মোশারেফ হোসেন শাহজাহান ভোলা থেকে সর্বমোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছন। তিনি ২০১২ সালের ৫ মে ফুসফুস ও শ্বাসকষ্টসহ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ