1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার আউশের বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেনঃ দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার।

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ (দৌলতখান)

আজ বৃহস্পতিবার ১০(এপ্রিল) দৌলতখানের কৃষি ট্রেইনিং সেন্টারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪/২০২৫ মৌসুমের খরিপ-১ প্রণোদনার আউশের বীজ ও সার বিতরণ কর্মসূচী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহি অফিসার নিয়তী রানী কৈরী।

প্রধান অতিথি তার বক্তব্যে কৃষকদের উদ্দেশ্য বলেন, ভোলা একটি প্রত্যান্ত অঞ্চল আর সরকার আপনাদেরকে নিয়ে ভাবছে কিভাবে আপনাদের জীবন-যাত্রার মান উন্নয়ন করা যায়। সরকারের দেওয়া আমানত আমরা আপনাদেরকে সঠিক ভাবে বন্টন করার চেষ্টা করবো। আমি যে কোন পরিস্থিতে আপনাদের পাশে আছি এবং থাকবো।দৌলতখান কৃষকদেরকে সফল করতে যা যা প্রয়োজন আমি আপনাদেরকে সেই সহযোগিতা করবো। বক্তব্য শেষে কৃষকদের হাতে প্রণোদনার বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার তুলে দেন। খরিপ-১ ২০২৫ মৌসুমে দৌলতখানে ৫৩০০ জন কৃষকে ৫ কেজি আউশের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এম‌ওপি রাসয়নিক সার দেওয়া হবে।

আর এই বীজ ও রাসয়নিক সার যেন সঠিক ভাবে ব্যবহার হয়, অপব্যবহার যেন না হয় সেদিকেও কৃষকদেরকে নজর রাখতে বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ফিল্ড সুপারভাইজার সাংবাদিকগন।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ