1. admin@news.bholarnews.com : admin :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

নারীসহ জনতার হাতে আটক ভোলার জজকোর্টের পেশকার ইউসুফ

  • প্রকাশ কাল রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার ইউসুফ হোসেন এক নারীসহ জনতার হাতে আটক হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ভোলার পরানগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

পেশকার ইউসুফ নিজেই বলেন, আমি আমার বাসার ভাড়াটিয়া ভাবিকে সহ মোটরসাইকেলে বই কিনতে যাই। পরে তাকে নিয়ে জংশনের দিকে ৫ মিনিটের জন্য ঘুরান দিলে পরানগঞ্জ বাজারে হঠাৎ সম্রাট নামে একজন আমার মোটরসাইকেল গতিরোধ করে। এক পর্যায়ে লোকজন জড়ে হয়ে গেলে আমাকে এবং আমার সাথে থাকা ভাবিকে এক ঘরের মধ্যে আটকে রাখে। সাথে থাকা ভাবি বিবাহিত নাকি অবিবাহিত, এমন কথার জবাবে ইউসুফ বলেন, বিবাহিত। অনেক কথাবার্তার পর অ্যাডভোকেট ভাই আমাকে সেখান থেকে নিয়ে আসে। আমি এখন ভোলা শহরে আছি। ফয়সালা হয়ে গেছে, এমন কথার জবাবে ইউসুফ হোসেন বলেন, ভাই এটা আর কি হবে স্বাভাবিকভাবে কথাবার্তা হয়েছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ