1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন

ভোলা-দৌলতখানে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এবং ভোলা সদর উপজেলার কচিয়া ইউনিয়নে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে কিশোর-কিশোরী, যুবক-নারী এবং প্রবীণদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় বাস্তবায়ন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। কিশোর-কিশোরী, যুবক-নারী ও প্রবীণদের অংশগ্রহণে ভলিবল, ১০০ মিটার দৌড়, কেরাম, পাঞ্জা লড়াই, কবিতা আবৃত্তি, ছবি আঁকা সহ মোট ২৫টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোর প্রাণবন্ত পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানটি আরও আনন্দময় হয়ে ওঠে। দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পার্সন আলমগীর হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিজেইউএস-এর উপ-পরিচালক গোপাল চন্দ্র শীল, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ, মোঃ হাসিবুল ইসলাম, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা রেবেকুন্নাহার ইয়াসমিন এবং মোঃ মেহেদি হাসান। তাঁরা প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন জানান এবং সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য গৃহীত নানা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, সমৃদ্ধি কর্মসূচি শুধু আর্থিক উন্নয়ন নয়, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতিরও একটি শক্তিশালী মাধ্যম। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে সুস্থ প্রতিযোগিতা, সৃজনশীলতা এবং সম্প্রীতির আবহ তৈরি হয়। তাঁরা আরও বলেন, খেলাধুলা মানুষকে মাদকাসক্তি ও সকল ধরনের অপরাধ থেকে দূরে রাখে। কেননা, খেলোয়াড়রা সাধারণত শান্ত ও শৃঙ্খল মনের মানুষ হয়ে থাকেন। আমাদের সন্তানদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি আন্তরিক করে গড়ে তুলতে হবে। তাতে মানসিক বিকাশ ঘটবে এবং সুস্থ জাতি গঠনে সহায়তা করবে। সরকারও দেশের খেলাধুলার সম্প্রসারণে নিরলস কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ