1. admin@news.bholarnews.com : admin :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ইন্টার্নশীপ নার্সদের কর্মবিরতি

  • প্রকাশ কাল রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

নাসিং ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি পাস কোর্স সমমান স্বীকৃতির দাবিতে ইন্টার্নশীপ নার্স ও ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউ কর্মবিরতি পালন করছে। রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

তার আগে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের যুগীর ঘোল মোড়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে ভোলা নার্সিং ও মিডওয়াইফারি কলেজের সামনে এসে অবস্থান নিয়ে নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করেন।

এসময় তারা জানান, উচ্চ মাধ্যমিক পাশের পরে নাসিং ৩ বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে ৬ মাস ইন্টার্নশীপ করেন। অথচ চাকরি বাজারে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এতে পেশাগত জীবনে নানা সমস্যার মধ্যে পরতে হয়। তাই ডিপ্লোমা ইন নার্সিং ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স করার দাবি জানান।

এ সময় মুমতাহিনা খাতুন মুক্তা নামে এক শিক্ষার্থী বলেন, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে নার্সিং শিক্ষায় প্রবেশ করছি। আমরা দিনরাত রোগীদের সেবায় কাজ করে যাচ্ছি। কিন্তু নার্সিং পেশা শুরু থেকে অবহেলার শিকার হয়ে আসছে। যাদের সেবায় দেশের রোগীরা সুস্থ হচ্ছেন, তাদের কোনো খোঁজ কেউ রাখে না। আমরা নার্সিং শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা শাখার সভাপতি সামিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাকিবুল হাসান মুন্না, পূজা রানী দে মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিলন, সহ-সাধারণ সম্পাদক সুমাইয়া আফরিন স্বর্না সহ আরো অনেকই বক্তব্য রাখেন।

গত ২১ এপ্রিল থেকে তারা এই ডিগ্রি পাস কোর্স করানোর দাবি নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে নাসিং শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত তারা ক্লাশ ও ইন্টার্নশীপ রুগী দেখা থেকে বিরত থাকবেন বলে জানান শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

 

শেয়ার করুন...

এধরণে আরও নিউজ