দৌলতখান প্রতিনিধিঃ
আজ বৃহস্পতিবার ২৪/০৪/২০২৫ চর খলিফার দিদারউল্লাহ ৬ নং ওয়ার্ডে মান্নান মাস্টার মোড় এর নিকট সাদুখান বাড়িতে জমি দখল করাকে কেন্দ্র করে একই বাড়িতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়, এতে উভয় পক্ষের নয় জন আহত হয়েছে। আহতরা সকলে দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
গত তিন বছর যাবত ১৬ শতাংশ জমি বিক্রয় ও দখল নিয়ে ২০২৪সালে নূরে আলম এবং সিরাজ খান গং গ্রুপের মধ্যে ওয়ারিশ এবং প্রকৃত জায়গা মালিক নিয়ে বিবাদ চলমান ছিল। আওয়ামী ফ্যাসিবাদের দোসর সিরাজ খান গং বর্তমানে কিছু বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দের নেতৃত্বে নূরে আলমদের জমি জবরদখল করতে মরিয়া হয়ে উঠেছে। সিরাজ খান গং ইতিপূর্বে মাদ্রাসা ও স্কুলের জমির দলিল যাল জলিয়াতি করেছে বলে অভিযোগ আছে।
ইতিপূর্বে চর পাতার সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন হাওলাদার এর মাধ্যস্ততায় সালিশি অনুষ্ঠিত হয় এবং থানায় ওসির মধ্যস্ততায় সালিশ অনুষ্ঠিত হয়, সেখানে এই জমির বাবদ নগদ ৬০ হাজার টাকা সিরাজ খান গং বিবাদীদের থেকে নিদাবি দিয়ে গ্রহণ করে। আজকে ঐ জমিতেই ঘর করার সময় সিরাজ খান ও তার ছেলে রনি লোকজন নিয়ে অতর্কিত হামলা করে, এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
সংঘর্ষের খবর পেয়ে থানা থেকে এসআই মাইনুল ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান উক্ত ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে বিষয়টা নিয়ে ইতিপূর্বে কয়েকবার সালিশ হওয়ায় পরবর্তীতে সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর কাছে মধ্যস্ততার জন্য যাবে বলে জানা গেছে। তবে উক্ত ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।